যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভির্যের মধ্যদিয়ে বৈষম্যবিহীন নতুন বাংলাদেশের প্রথম ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নওগাঁর আত্রাইয়ে সকল ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, অন্যান্য সরকারি ও বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। দিবসের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
কর্মসূচির প্রথমেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,পুলিশ প্রশাসন,
পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।শুক্রবার (২১ ফেব্রুয়ারী)সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাতৃভাষা দিবস উদযাপন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো.রেজাউল ইসলাম রেজু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.তছলিম উদ্দিন,যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন,পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামাতি ইসলামি আমির মো.খবিরুল ইসলাম প্রমূখ।
এছাড়া শিশুদের চিত্রাংকন,কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ গ্রহনকারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।