অনেক দিন ধরে গুঞ্জন চলছে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টিকে নিয়ে। অভিনেত্রী অহনার পর শামীম নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন তানিয়ার সঙ্গে। এরকম কথা যখন চাউর তখন আগুন আরও উসকে দিলেন শামীম।
সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি দেন শামীম। সেখানে বর-কনে বেশে দেখা যায় শামীম-তানিয়াকে। ক্যাপশনহীন এরকম ছবি দেখে অনেকেই বিভ্রান্ত হন। নব দম্পতি হিসেবে অভিনন্দন জানাতে থাকেন তাদের।
এই যখন অবস্থা তখন চর্চার লাগাম টানলেন শামীম নিজেই। ওই পোস্টের মন্তব্যের ঘরে তিনি লিখলেন, অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শ্যুটিংয়ের ছবি।
এদিকে অনেকে আঁচ করেছিলেন বিষয়টি। শামীমের মন্তব্যের পর মুখ খুলেছেন তারা। একজন লিখেছেন, আগেই বুঝেছিলাম, তাই বুদ্ধি করে অভিনন্দন জানাই নাই। আরও কয়েকজন এরকম মত প্রকাশ করেছেন।
এর আগে অহনার সঙ্গেও সামাজিক মাধ্যমে বর-কনে বেশে ছবি দিয়েছিলেন শামীম। সেসময় বিভ্রান্ত হয়েছিলেন নেটাগরিকেরা। শোনা যায় অহনার সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে অভিনেতার। এখন নাকি শুধু পর্দায় না, আড়ালেও মন দেওয়া নেওয়া করছেন শামীম-তানিয়া।