শালিখায় ‘ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করনীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ মার্চ ২, ২০২৩ | ৪:৪৩ অপরাহ্ন
মোঃ কুতুবুল আলম শানু, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা

মাগুরার শালিখায় \'স্মাট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয়\' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা তথ্য অফিস আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৩ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. শ্রী বিরেন শিকদার সংসদ সদস্য মাগুরা-২ (সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. কামাল হোসেন চেয়ারম্যান উপজেলা পরিষদ শালিখা, এ্যাড.শ্যামল কুমার দে সভাপতি উপজেলা আওয়ামী লীগ শালিখা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবু বক্কর মাষ্টার, শালিখা থানার ওসি তদন্ত মিলন কুমার ঘোষ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, এসময় প্রধান অতিথি বলেন,আমরা একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই।২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের পরিকল্পনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্ব প্রথম এই প্রতিশ্রুতি ও শ্লোগান দেন এবং ১২ডিসেম্বর ২০২২ সালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সর্বপ্রথম \' স্মার্ট বাংলাদেশ \' গড়ার কথা বলেন।স্মার্ট বাংলাদেশের চারটি ভিত্তি হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নর, স্মার্ট সোসাইটি।স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই,জ্ঞানভিত্তিক,বুদ্ধিদীপ্ত, ও উদ্ভাবনী। এক কথায় সব কাজই হবে স্মার্ট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনায় করেন, জেলা তথ্য অফিসার পাভেল দাস।