মাগুরার শালিখায় উন্নত পদ্ধতিতে খেজুর গাছের পরিচর্যা, নিরাপদ রস সংগ্রহ ও গুড় উৎপাদন প্রযুক্তি \' শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ সুগারক্রুপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী পাবনার আয়োজনে ও বিএসআই এর (প্রশিক্ষণ ও প্রযুক্তি) বিভাগীয় প্রধান ড. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ জামাল উদ্দিন অতিরিক্ত পরিচালক সরেজমিন উইং ডিয়ে, মোঃ অহিদুল ইসলাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাগুরা, কৃষিবিদ মোঃ হাসান ওয়ারিসুল করির অতিরিক্ত পরিচালক ডিএই, যশোর অঞ্চল, কৃষিবিদ মোঃ ইয়াছিন আলী উপপরিচালক ডিএই মাগুরা, মোঃ বনি আমিন উপজেলা নির্বাহী অফিসার শালিখা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেনসহ অর্ধ শতাধিক গাছি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্য কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন বলেন, খেজুরের রস ও গুড়ের উৎপাদন বেশি বেশি উৎপাদন করে মাগুরার সুনাম আরো বেশি বৃদ্ধি করতে হবে। এতে করে নিজেদের উন্নতি করার পাশাপাশি গ্রামীণ অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে।