নওগাঁর নিয়ামতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কফিজ উদ্দিন নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত কফিজ উদ্দিন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় গ্রামের মৃত লেকিবুল্লাহর ছেলে। এর আগে ওইদিন বাড়ির পার্শ্বে কচুর জমিতে মাটি কেটে রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ মো. রকির ছুরিকাঘাতে তিনি আহত হন।
তাকে বাঁচাতে গিয়ে নিহতের চাচাতো ভাই ফয়েজ উদ্দিন আহত হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রকি ও তার বাবা নইমুদ্দিনকে আসামি করে নিহতের ছেলে খোকন ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।