সৌদিফেরত মুয়াল্লেমের কাছে ৫০ লাখ টাকার সোনা জব্দ

প্রকাশিতঃ মার্চ ১২, ২০২৫ | ৫:৪০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালিয়ে সৌদিফেরত এক মুয়াল্লেমের কাছ থেকে ৫০ লাখ টাকার স্বর্ণালংকার জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই। তিনি ওমরা করতে সৌদি আরব গিয়েছিলেন। এনএসআই সূত্রে জানা গেছে, তল্লাশি চালিয়ে তার হাতব্যাগ এবং পকেটে থেকে ১২টি সোনার চুড়ি পান গোয়েন্দারা। এসব স্বর্ণালংকারের ওজন ৪০০ গ্রাম। এগুলো ২২ ক্যারেট মানের; যার বাজারমূল্য ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা। বুধবার দুপুরে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, এ ঘটনায় ওই মুয়াল্লেমকে জরিমানা এবং সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যেহেতু তার বিরুদ্ধে আগে কোনো সোনা চোরাচালান বা এ ধরনের রেকর্ড পাওয়া যায়নি। তবে, ভবিষ্যতে পাওয়া গেলে তখন তাকে আটক করা হবে। মুয়াল্লেম হলেন সৌদি আরবের গাইড। তিনি হজযাত্রীদের সঙ্গে থাকেন, তাদের সব বিষয়ে সহায়তা করেন। তার অধীনে একাধিক এজেন্সি থাকে।মুয়াল্লেম মূলত দুই দেশের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেন। এনএসআইয়ের বরাত দিয়ে বিমানবন্দরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-১৩৬) জেদ্দা থেকে চট্টগ্রামে পৌঁছান শাহিন আল মামুন নামের ওই ব্যক্তি।