শালিখায় ৫১ পিস ইয়াবাসহ আটক -১

প্রকাশিতঃ মার্চ ১৪, ২০২৫ | ৩:১৭ অপরাহ্ণ
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা

মাগুরার শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে ৷ আটককৃত মাদক কারবার উপজেলার হরিশপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে শরিফুল ইসলাম ওরফে ঝন্টু (৩০)৷ শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া\'র দিক নির্দেশনায় এসআই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ বৃহস্পতিবার রাতে হরিশপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করে৷ ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানার অফিসার ইনচার্জ ওলি মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে শরিফুল ইসলাম ওরফে ঝন্টু নামের এক মাদক ব্যবসায়ীকে ৫১ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে এই মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।