ফেসবুক পে-আউট সেটআপে ভুল হলে কী করবেন?

প্রকাশিতঃ মার্চ ১৫, ২০২৫ | ৫:০১ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে এখন অনেকেই মোটা দাগে উপার্জন করে থাকেন। অনেকেই ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে চান। তবে কীভাবে পে-আউট সেটআপ করতে হয় তা সম্পর্কে অনেকরেই সঠিক ধারণা নেই। তাই এ কাজটি করতে গিয়ে অনেকেই ভুল করে বসেন। আপনার ফেসবুক পে-আউট সেটআপ করার সময় যদি ভুল হয়ে থাকে, তাহলে সেটি ঠিক করার জন্য নিচের কিছু অপশন অনুসরণ করতে পারেন— ১. পে-আউট সেটিংস চেক করুন: ফেসবুক পেআউট হাব ‘মেটা পেআউটস’-এ যান। সেখানে সেটিংস > পে-আউটস অংশে গিয়ে ভুল তথ্য ঠিক আছে কি না চেক করুন। ২. পে-আউট ইনফরমেশন আপডেট করুন: পে-আউট অ্যাকাউন্ট এডিট করুন। যদি ব্যাংক অ্যাকাউন্ট বা নাম ভুল হয়, তবে সেটি পরিবর্তন করুন। ট্যাক্স ইনফরমেশন ঠিক করুন। যদি ভুল হয়ে থাকে, তাহলে নতুনভাবে সাবমিট করুন। ৩. পে-আউট ডিটেলস পরিবর্তন করতে না পারলে: ফেসবুক সাপোর্টের সাথে যোগাযোগ করুন। এ ক্ষেত্রে ফেসবুক বিজনেস হেল্প সেন্টার ‘ফেসবুক সাপোর্ট’-এ যান। গেট সাপোর্ট (সাপোর্ট নিন) অপশন ব্যবহার করে ম্যানুয়ালি রিপোর্ট করুন। লাইভ চ্যাট বা ই-মেইল সাপোর্টে রিকোয়েস্ট পাঠান। এভাবে আপনি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন। তা-ও না পারলে পরিচিত এক্সপার্টদের সহযোগিতা নিতে পারেন।