মাগুরায় ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ- ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) মাগুরা স্টেডিয়ামে ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ অহিদুল ইসলাম জেলা প্রশাসক, মাগুরা। এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, মাগুরা এবং প্রশাসক, মাগুরা পৌরসভা।
টুর্নামেন্টের উদ্বোধন করে প্রধান অতিথি মোঃ অহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ, স্বাস্থ্যবান ও ইতিবাচক মানসিকতার অধিকারী করে তোলে। প্রতিভাবান খেলোয়াড়দের এই প্রতিযোগিতা হবে নিজেদের প্রমাণের মঞ্চ, যেখানে তারা জাতীয় পর্যায়ে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।