নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন।

প্রকাশিতঃ মার্চ ১৬, ২০২৫ | ৪:১৬ অপরাহ্ণ
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এমন কোনো সিদ্ধান্ত নেয়া হলে জেলাকে বিচ্ছিন্নসহ খাদ্যপণ্য সরবরাহ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার (১৫ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের মুক্তির মোড়ে শিক্ষার্থী ও বিভিন্ন পেশার সচেতন নাগরিকরা বিক্ষোভে যোগ দিয়ে রাস্তায় নেমে আসে। এসময় মেডিকেলটি বন্ধের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তারা বলেন, নওগাঁ মেডিকেল কলেজ বরেন্দ্র অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার মান উন্নত করেছে। অথচ স্থায়ী ক্যাম্পাস ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার পরিবর্তে সরকার কলেজটি স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নিচ্ছে। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তোলেন তারা। তাদের দাবি না মানা হলে নওগাঁ-কে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এছাড়াও চাল সরবরাহ ও খাদ্যপণ্য সরবরাহ বন্ধসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।