রাজশাহীতে দুলাভাইকে হত্যা

প্রকাশিতঃ মার্চ ২৩, ২০২৫ | ৪:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

রাজশাহী নগরীতে শ্যালকের হাতে দুলাভাই হত্যা। হাসুয়ার কোপে রুহুল আমিন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিনের বাবার নাম নজরুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা, জমি মাপজোকের সময় রুহুল আমিন ও তার শ্যালক আমিনুল ইসলাম মিল্টনের (৪৫) মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির শুরু হয়। এর এক পর্যায়ে হাসুয়া দিয়ে দুলাভাই রুহুল আমিনের গলা ও হাতে আঘাত করেন শ্যালক মিল্টন। এতে রুহুল আমিন গুরুত্বর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস বলেন, গুরুতর আহত অবস্থায় সোয়া ১১টার দিকে রুহুল আমিনকে হাসপাতালে আনা হয়। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার গলায় ও হাতে গুরুতর জখম ছিল। পরে আইনি প্রক্রিয়ার জন্য তার লাশ মর্গে পাঠানো হয়। নগরের শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে শ্যালক পলাতক। এ ঘটনায় নিহত রুহুল আমিনের বাবা মামলা করবেন। মামলার প্রক্রিয়া চলছে।