ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরাইলের আশদোদ শহরের দিকে রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড। রোববার রাতে এই হামলার কথা জানিয়েছে তারা।
আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসরাইলি বাহিনী বেসামরিক মানুষের ওপর যেসব গণহত্যা চালাচ্ছে, তার জবাবে আমরা আশদোদের দিকে রকেট নিক্ষেপ করেছি।’
ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গাজা থেকে মোট ১০টি রকেট ছোড়া হয়েছে। এর কিছু রকেট ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে।
রকেট হামলার সময় আশদোদ, আশকেলন এবং আশেপাশের কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। আতঙ্কে মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে দৌড়ায়।
আশকেলনের মেয়র জানান, শহরে একটি রকেট বিস্ফোরণে একজন মানুষ সামান্য আহত হয়েছেন। এছাড়া কয়েকটি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।
হিব্রু চ্যানেল ১৩ জানিয়েছে, আশকেলনে রকেট হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চ্যানেল ১২ দাবি করেছে, এই রকেটগুলো ছোড়া হয়েছে দেইর আল-বালাহ এলাকা থেকে। কিন্তু ইসরাইলি সেনাবাহিনীর মতে, সেখানে তখন কোনো সামরিক তৎপরতা ছিল না।
ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেন, ‘গাজা থেকে রকেট হামলা প্রমাণ করে, হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করতেই হবে।’