ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শালিখায় বিক্ষোভ মিছিল ও পথ সভা

প্রকাশিতঃ এপ্রিল ৯, ২০২৫ | ১১:৫০ অপরাহ্ণ
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা

ইজরাইল কর্তৃক ফিলিস্তিনে নিশংস গণহত্যা ও ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মাগুরার শালিখায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ এপ্রিল) বিকালে উপজেলা সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর মাগুরা মহাসড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ইমাম ও উলামা পরিষদের সভাপতি মাওলানা মনিরুজ্জামান এর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা ইমাম ও উলামা পরিষদের সেক্রেটারি মাওলানা ইমাম উদ্দিন নূরী, মাওলানা ইব্রাহিম বিশ্বাস উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ, মাওলানা ওসমান গনি সাঈদী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা, মুফতি মোশাররফ হোসেন সভাপতি জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ শালিখা উপজেলা, মুহাম্মদ হৃদয় মোল্লা সভাপতি উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল, মাওলানা আব্দুস সালাম জায়েফ সভাপতি ইসলামী যুব আন্দোলন শালিখা উপজেলা, মুহাম্মদ নাঈম মুন্সী আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শালিখা উপজেলা, মুহাম্মদ ওবায়দুজ্জামান বিশিষ্ট ব্যবসায়ী আড়পাড়া বাজার। এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে হাজার হাজার নবী-রাসুলদের জন্ম নেওয়া মাতৃভূমি ও প্রথম কিবলা বায়তুল আকসার মত পবিত্র ভূমিতে মানব ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ন্যাক্কারজনক হামলা করে ইজরায়েল যে হিংস্রতার প্রমাণ দিয়েছে তা ইতিহাসের সকল রেকর্ডকে ভেঙে ফেলেছে। আমরা গাজা,পশ্চিম তীর এবং রাফার অধিবাসীদের উপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে নিহতদের শাহাদাহ্ কামনা করছি। অনতিবিলম্বে এই হামলা বন্ধ করতে হবে পাশাপাশি বিশ্ব দরবারে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। এছাড়া সমাবেশ থেকে বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য সকল জনগণকে বয়কটের অনুরোধ জানানো হয়। বিক্ষোভ শেষে শহীদ ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।