পিএসএলে লিটন-রিশাদদের ম্যাচ দেখবেন যেভাবে

প্রকাশিতঃ এপ্রিল ১১, ২০২৫ | ৬:২৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম সংস্করণের। শুক্রবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্সের দিয়ে শুরু এই ক্রিকেটযজ্ঞ। উদ্বোধনী ম্যাচেই দেখা যেতে পারে লাহোর দলে যোগ দেওয়া বাংলাদেশের স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেনকে। বাংলাদেশে পিএসএলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি। এছাড়া টি স্পোর্টস অ্যাপেও দেখা যাবে টুর্নামেন্টের সব খেলা। পাশাপাশি পিটিভি স্পোর্টস, এ স্পোর্টস, সনি স্পোর্টস টেন ১ ও ৫ এবং স্পোর্টজেডএক্স অ্যাপেও পিএসএল উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। লাহোর কালান্দার্সের অনুশীলনে রিশাদ হোসেন রিশাদ ছাড়াও পিএসএলে খেলছেন লিটন দাস। করাচি কিংসের হয়ে খেলতে এরই মধ্যে পাকিস্তানে পৌঁছে দেশের এই উইকেটকিপার ব্যাটার। এদিকে পেশোয়ার জালমির হয়ে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে আংশিক অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। আগামী ২০ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া বাংলাদেশের প্রথম টেস্ট খেলার পর পিএসএলে যোগ দেবেন তিনি।