নওগাঁর আত্রাইয়ে নতুন আমেজে পালন করা হয়েছে বর্ষবরণ উৎসব পহেলা বৈশাখ। শেষ কত বছর আগে এমন আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে বর্ষ বরণ উৎসব পালন করা হয়েছে ঠিক বলা কঠিন। তবে এবছর উপজেলা জুড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনে আলাদাভাবে বর্ষ বরণ উৎসব পালন ছিল চোখে পড়ার মতো। উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বর্ষ বরণ উৎসব পালন করা হয়েছে।
সোমবার(১৪এপ্রিল) উপজেলার শিক্ষক, সাংবাদিক,মুক্তি যোদ্ধা, সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে পান্তা-ইলিশ খাওয়া ও গম্ভীরা সহ নানান আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয় বর্ষবরণ উৎসবের আয়োজন ।
এর আগে সকালে আনন্দ মুখর পরিবেশে শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা চত্বরে এসে শেষ হয় ।
বর্ণিল এ শোভাযাত্রায় অংশ নিতে, ঘারে হলুদ গামছা ও লাল, হলুদ, খয়েরি,কমলা এবং সবুজ রং এর পোশাকে সেজেছেন সকলে। নারীদের মাথায় ফুলের মালা, লাল,সাদা,হলুদ শাড়িতে হাতে রঙিন চুড়ি এবং শিশুদের মুখে হাসি ভরা উচ্ছ্বাস সব মিলিয়ে প্রানবন্ত একটি পরিবেশ। সকল শ্রেণীর মানুষের আনন্দ উৎসবে পরিনত হয়ে উঠে আয়োজনটি।
এতে অংশ নিয়েছেন নবীন,প্রবীণ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী,বিশিষ্টজন,রাজনৈতিক ব্যাক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
এমন আয়োজনে উপস্থিত বেশ কয়েক জনের সঙ্গে কথা বলে জানাগেছে সন্তুষ্টি ও উচ্ছ্বাসের সাথে তারা বেশ আনন্দিত এমন আয়োজনে উপস্থিত হতে পেরে।
এসময় উপজেলা চত্বর ছিল উৎসবের রঙে রাঙানো।
নজর কাড়তে রঙিন পোশাকে বউ বর সেজে ঘোড়া গাড়ি চড়ে গানে গানে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন
এ আয়োজন সকল শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত।নব বর্ষের আনন্দে সকল গ্লানি মুছে সকলের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি সমৃদ্ধি।
এসময় উপস্থিত নওগাঁ -৬ সংসদীয় আসনে বিগত উপনির্বাচনে ধানের শীষ প্রতীক প্রাপ্ত নওগাঁ জেলা বিএনপি র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি জনপ্রিয় বিএনপি নেতা শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন ফ্যাসিজম থেকে সকল কে বেরিয়ে আসতে হবে।ফ্যাসিস্টদের গুরু পালিয়ে গেলেও নির্মূল কিন্তু হয়নি।
সকল কে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন
আসুন, এই বাংলা ১৪৩২ সালে আমরা আরও মানবিক, আরও ইতিবাচক হই। দেশ কে ভালবেসে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবীত হয়ে দলমত নির্বিশেষে, সব ধরনের গ্রুপিং উপেক্ষা করে আসুন সুন্দর একটা বাংলাদেশ গড়ি। শোভাযাত্রা শেষে বাতাসা, গুরের মুরকি, কাঁচা মরিচ ও পেঁয়াজ, আলুভত্তা, বাটামাছ ভাজিসহ পান্তা খাবার মহোৎসব চলে। পরে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে কবিতা আবৃত্তির মাধ্যমে কবিতার আসরের পাশাপাশি শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লিখিয়ে সাহিত্য পরিষদ নওগাঁ কর্তৃক স্বাধীনতার রক্ত দুষণ ও স্বাধীনতার স্বপ্ন কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। শেষে গম্ভীরার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কামাল হোসেন, অফিসার ইনচার্জ(ওসি) সাহাবুদ্দীন, উপজেলা বিএনপি সভাপতি এসএম রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক তসলিম উদ্দিন, সাবেক আহবায়ক আব্দুল জলিল চকলেট,ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, আফজাল হোসেন, খবিরুল ইসলাম, সম্রাট হোসেন,যুবদল আহবায়ক খোরশেদ আলম, পাঁচুপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নিয়ামত আলী বাবু, উপজেলা জামাতের সেক্রেটারী তোজাম্মেল হক, নায়েবে আমীর ওসমান গনি, কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার,মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।