‘ওভারটেক’ করতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিতঃ মার্চ ৩, ২০২৩ | ৭:১১ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ফরিদপুরে ‘ওভারটেক’ করতে গিয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের মুজিব সড়কের গোয়ালচামট এলাকায় শ্রীঅঙ্গন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যান। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুভাস বাড়ৈ বলেন, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওভারটেক করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের একজনের নাম ইনজামুল (২০) বলে জানা গেছে। তার বাড়ি মাচ্চর ইউনিয়নের বৈঠাখালি গ্রামে। অন্যজনের পরিচয় এখন জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক ও মোটরসাইকেল দ্রুত গতিতে শহর থেকে একই দিকে যাচ্ছিল। এ সময় শ্রীঅঙ্গন ব্রিজের ওপর মোটরসাইকেলটি একটি রিকশাকে পাশ কাটিয়ে ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এসময় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ও মোটরসাইকেল আরোহীরা ট্রাকের নিচে পড়ে যান। ফলে ট্রাকচাপায় দুজনই ঘটনাস্থলে মারা যান। নিহত ইনজামুলের বাবা এলাহী শেখ বলেন, ‘ইনজামুল আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে পিয়নের কাজ করতো। আজ ওর ছুটির দিন ছিল। তাই দুপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়। কয়েকদিন ধরে সে মোটরসাইকেল কেনার বায়না ধরেছিল। সেই মোটরসাইকেলে তার জীবন খাইলো।’ ফরিদপুরের ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তুহিন লস্কর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ছাড়া ট্রাকচালক ও তার সহকারীকে গ্রেপ্তার এবং আইনি পদক্ষেপ গ্রহণে কাজ চলছে।