রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে নির্মমভাবে হত্যা

প্রকাশিতঃ এপ্রিল ১৭, ২০২৫ | ৩:৩১ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

রাজশাহী নগরীর তালাইমারী শহিদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম আকরাম হোসেন (৪৫)। তিনি পেশায় বাসচালক এবং রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। আকরামের বাড়ি তালাইমারি এলাকায়; তিনি আজাদ হোসেনের ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানান, আকরামের মেয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন যুবকের দ্বারা উত্ত্যক্ত হচ্ছিলেন। বিষয়টি নিয়ে কয়েকবার প্রতিবাদ করেন আকরাম হোসেন। একপর্যায়ে উত্ত্যক্তকারীরা আকরামের বাড়িতে গিয়ে তাকে হুমকি দেয়। বুধবার রাতে সেই বখাটের দল আকরামের ওপর অতর্কিতে হামলা চালায় এবং ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের পরিবারের অভিযোগ, নান্টু, বিশাল ও রতন নামের কয়েকজন যুবক এই হামলার সঙ্গে সরাসরি জড়িত। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ইনচার্জ (ওসি) মোস্তাক হাসান বলেন, তালাইমারীতে বখাটেদের হামলায় গুরুতর আহত হন আকরাম হোসেন। রামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাঁশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান চলছে।