প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে আমি মুগ্ধ : গণশিক্ষা উপদেষ্টা

প্রকাশিতঃ এপ্রিল ২০, ২০২৫ | ৪:৪৮ অপরাহ্ণ
মোঃ কুতুবুল আলম শানু, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা

রোববার (২০ এপ্রিল) সকাল ৯ টায় মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এ সময় তিনি বিদ্যালয়ের সততা ষ্টোর, মানবতার দেয়াল, গেমিং কর্নার, শ্রেণী কার্যক্রম, বিদ্যালয়ের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে আমি মুগ্ধ হয়েছি। নামে যেমন একটা মডেল স্কুল, কাজেও তেমনি মডেল স্কুল। তাদের সার্বিক নিয়ম শৃঙ্খলা এবং ছেলেমেয়েদের বিধি-বিধান মেনে চলার সকল কার্যক্রমে আমি আবেগ-আপ্লুত। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, মাগুরা জেলায় ৫০৩ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলো আমাদের তালিকাভুক্ত। পর্যায়ক্রমে সকল স্কুলের উন্নয়ন কাজ হবে। এর আগে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ফুলের শুভেচ্ছায় উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। পরে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক অ্যাসেম্বলিতে অংশ নেন উপদেষ্টা সহ অতিথিরা। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক ড. শফিকুর রহমান, জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন, সহকারি কমিশনার (ভূমি) মনীষা রানী কর্মকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান মিলটন, সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেটসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।