নওগাঁর নিয়ামতপুরে নাশকতার মামলায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন দেওয়ানকে (৫৪) গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
রবিবার (২০ এপ্রিল) রাতে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হাবিবুর রহমান।
আব্দুল মতিন দেওয়ান উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত মহির উদ্দিন দেওয়ানের ছেলে এবং অত্র ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, থানার ওসির নির্দেশে এস,আই চাঁদ আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল মতিন দেওয়ানকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল মতিন দেওয়ানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।