নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি নতুন ট্রাস্টিবোর্ড গঠন করলো।
২০ এপ্রিল বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ ট্রাস্টিবোর্ড গঠন করা হয়।
১২ সদস্যের এই কমিটির ট্রাস্টিরা হলেন- শাহ নেওয়াজ, কাজী আজম, কাজী আজহারুল হক মিলন, আব্দুর রহিম হাওলাদার, ফখরুল ইসলাম দেলোয়ার, আকতার হোসেন, আতরাউল আলম, জোনায়েদ চৌধুরী, আহসান হাবিব , আজিমুর রহমান বোরহান, ডা. ইনামুল হক ও নাঈম টুটুল।
জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
গত বছর সেলিম ও আলী প্যানেল ১৮ হাজার প্রবাসী বাংলাদেশিদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাদের নেতৃত্বাধীন কমিটিই এই ট্রাস্টিবোর্ড গঠন করলো। সহসাই ট্রাস্টিবোর্ডের সদস্যরা বৈঠকে বসে বোর্ডের চেযারম্যান নির্বাচিত করবেন। বাংলাদেশি বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠন নতুন ট্রাস্টিবোর্ডকে অভিনন্দন জানিয়েছেন।
তারা বলছেন, এই বোর্ড সংগঠনের সকল অনিয়ম ও অসংগতি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে পারবে। যেকোন জটিলতা তৈরি হলে কার্যকরি কমিটিকে পরামর্শ দেবে।