পঞ্চগড়ে সংঘর্ষের পর ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিতঃ মার্চ ৩, ২০২৩ | ৯:০৭ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার এই তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম । এর আগে জুমা নামাজ শেষে শেরে বাংলা পার্ক মোড়ে কয়েকজন বিক্ষুব্ধ মুসল্লি সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় বিক্ষুব্ধরা ইট পাটকেল ছোড়ে। অপরদিকে পুলিশও কয়েকশ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুলিশ, পথচারীসহ কমপক্ষে ২০ জন আহত হন। এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা ধরে সড়কে যান চলাচল বন্ধ ছিল। জানা যায়, সংঘর্ষ চলাকালে পঞ্চগড় শহরের পাশে আহম্মদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের ১০টি বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। পঞ্চগড় শহরের একটি বাজারের ৪টি দোকানের মাল বের করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধরা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে দেননি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে শহরের চৌরঙ্গী মোড়ে তেঁতুলিয়া-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় শাখাসহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। পরে আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে।