শালিখায় ২৫টি দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

প্রকাশিতঃ এপ্রিল ৩০, ২০২৫ | ৯:১৫ পূর্বাহ্ণ
মোঃ কুতুবুল আলম শানু, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা

মাগুরার শালিখায় দুস্থ ২৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। ২৮ এপ্রিল সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. বনি আমিন এই টিন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদুল ইসলাম, শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট, শালিখা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমুখ।