নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
জানা যায়, পুলিশে দেওয়ার আগে ছাত্রদলের নেতাকর্মীরা সৈয়দ মুজিব গ্যান্দাকে উপজেলা পরিষদ চত্বরে ঘিরে ধরে। পরে তাকে জোরপূর্বক থানায় নিয়ে এসে পুলিশে সোর্পদ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর নিয়ামতপুরে উপজেলার পাড়ইল ইউনিয়নের বীরজোয়ান গ্রামের যুবদল নেতা মেহেদী হাসান বাদী হয়ে নাশকতার অভিযোগ একটি মামলা করেন। ওই মামলায় ৩৭ জন নামধারী ও অজ্ঞাতনামা আরো ২০০ জনকে আসামি করা হয়। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে সৈয়দ মুজিব গ্যান্দাকে আটক দেখানো হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, সৈয়দ মুজিব গ্যান্দা নাশকতা ও বিস্ফোরক আইনে মামলায় অজ্ঞাতনামা আসামি।
তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।