মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পৌরসভার সাবেক কাউন্সিলর মীর শহিদুল ইসলাম বাবুকে কুপিয়ে জখম। আজ শুক্রবার দুপুরে পৌরসভার ভিটাসাইর গ্রামে একটি বাড়িতে দাওয়াত খেতে গেলে হামলার শিকার হন তিনি। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।
শহরের সকলের পরিচিত মুখ এবং জনসেবক, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র এবং জেলা আওয়ামী লীগ নেতা মীর শহীদুল ইসলাম বাবু মীরের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে শহরের ভিটাসাইর এলাকার একটি বাড়িতে দাওয়াত খেতে গেলে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার ওপর হামলা করে। তারা দেশী অস্ত্র দ্বারা কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। পরে তাকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়। সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
তার পারিবারিক সুত্রের দাবী বর্তমানে তিনি আশংকামুক্ত।তিনি
রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার ওপর হামলা করা হয়েছে।