রবিবার ০৪/০৫/২০২৫ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর দক্ষিণপাড়া গ্রামে মোসাঃ ইসমিতা খাতুন, স্বাস্থ্য ও পুষ্টি ফ্যাসিলেটরের সহোযোগিতায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃিক আয়োজিত, শিশুদের পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পুষ্টি বিষয়ক অনুষ্ঠানে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়, তার মধ্যে ৬টি বিষয় নিয়ে কাজ করছে ওয়ার্ল্ড ভিশন। পুষ্টির অভাব দুর করতে এলাকার হতদরিদ্র ৮টি পরিবারের ৮টি শিশুকে নেয়া হয়েছে পিডি হার্থ কর্মসুচির আওতায়। আগামীতে আরো বেশি শিশুদের নিয়ে কাজ করতে চায় তারা। দেয়া হচ্ছে নানান প্রশিক্ষন সহ পুষ্টি প্রিমিক্স। এসময় পিডি হার্থ শেসনে ১২ দিনের স্বাস্থ্য শিক্ষার বিষয় ছিলো, শিশুর জন্য মায়ের বুকের দুধ, স্বাস্থতম্ব/স্বাস্থ পরিচর্যা, স্বাস্থতন্ত্রের-সংক্রমন ও ডায়রিয়া, শিশুর পরিচর্যা, শিশুর সম্পুরক খাবার, খাদ্য প্রস্তুত প্রক্রিয়া। এসময় উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন জেমস বিশ্বাস (এরিয়া প্রোগ্রাম ম্যানেজার) চাঁপাইনবাবগঞ্জ সদর, উপস্থিত ছিলেন শ্যামল কোস্তা (এরিয়া প্রোগ্রাম অফিসার) ইউপি সচিব টিপু সুলতান, ইউপি সদস্য সফিকুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন সুজন ডেভিট গ্রেরী (এরিয়া প্রোগ্রাম অফিসার) রিপন গমেশ( এরিয়া প্রোগ্রাম অফিসার)বক্তারা বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই প্রতিদিন পুস্টিকর শাক সবজি খাওয়ার অভ্যাস করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য নিরাপত্তায় জনসচেতেনতা গড়ে তুলতে হবে।