ভারতের বেশ কয়েকটি অঞ্চলে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। গত দুই মাসে দেশটির অনেক মানুষ এতে সংক্রমিত হয়েছে। এটির লক্ষ্যণ দীর্ঘস্থায়ী অসুস্থতা ও কাশি। দুই বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারির সংঙ্গে লড়াইয়ের পর ফ্লুর সংক্রমণ বৃদ্ধি জনমনে আতঙ্ক তৈরি করেছে।
ভারতজুড়ে বিপুল সংখ্যক মানুষ জ্বর ও ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, এটি ইনফ্লুয়েঞ্জা এ সাবটাইপ এইচথ্রিএনটু ভাইরাসের কারণে হয়েছে। এটিতে ইনফ্লুয়েঞ্জার অন্যান্য উপ-ধরণের তুলনায় বেশি হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি গত দুই-তিন মাস ধরে ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে। লক্ষ্যণগুলোর মধ্যে সাধারণত দীর্ঘস্থায়ী কাশি ও জ্বর অন্তর্ভুক্ত। সম্প্রতি অনেক রোগী দীর্ঘমেয়াদে এসব লক্ষ্যণে ভুগার অভিযোগ করেছেন।
উত্তর প্রদেশের সিদ্ধ হাসপাতালের ডা. অনুরাগ মেহরোত্রা বলেন, এ সংক্রমণ থেকে সুস্থ হতে সময় লাগছে। লক্ষণগুলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অন্য উপ-ধরনের চেয়ে বেশি শক্তিশালী। ভাইরাসটি থেকে সেরে উঠার পরেও লক্ষণগুলি দীর্ঘ সময় ধরে থাকে।