চাঁপাইনবাবগঞ্জে একটি আভিযানিক টিম ০২ জুলাই বাদ দুপুর বেলা ০২:৩৫ ঘটিকার সময় (চাঁপাইনবাবগঞ্জ জেলার) শিবগঞ্জ থানাধীন রানীহাটি বাজার এলাকা থেকে ০৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী রাজীবুল আলম রাজীব (৩৩), পিতা-সাদিকুল আলম, সাং-সত্রাজিতপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এনআই এ্যাক্টে ১৩৮ ধারায় বিজ্ঞ আদালতে মামলা হয়। মামলা হওয়ার পর আসামী নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামীকে দোষী সাব্যস্ত করে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও চেকে বর্ণিত অর্থদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। উক্ত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে, র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।