ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
জুলাই মাসে শাহাদাতবরণকারী সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। সেই সাথে শহিদদের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়ন ও জাতির কল্যাণে কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।