টাংগাইলের ঘাটাইলে লক্ষিন্দর ইউনিয়নের গারোবাজার নামক স্থানে দুই সন্তানের জনক আঃ জুব্বার মিয়ার বাসার সামনে এসে দুই সন্তানের জননী এক মহিলা বিয়ের দাবিতে অনশণ করে।অনেক চেষ্ঠা করে বাসার গেট না খোলাতে নিজের পেটে নিজেই ছুরি ডুকিয়ে মাটিতে পরে থাকে।তার পর পুলিশ এসে মহিলাটিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।অনুসন্ধানে যানা যায় মেয়েটির বাড়ি ঘাটাইলের দুলালিয়া গ্রামে বয়স ৪৫ বছর তার একটি ১৮ বছরের ছেলে ও ২৭ বছরের মেয়ে রয়েছে তাহার স্বামী একজন প্রবাসী।
প্রেমিক আঃ জুব্বার স্থায়ী বাড়ী পাহার অনন্তপুর গ্রামের ফুলবাড়িয়া উপজেলার ময়মনসিংহ জেলায়। তারও রয়েছে ১৭ বছরের একটি মেয়ে ও ১২ বছরের একটি ছেলে। তার বর্তমান ঠিকানা টাংগাইল জেলার, ঘাটাইল থানার গারোবাজারে, তাহার বয়স ৪৬ বছর। তিনি পেশায় একজন পল্লি চিকিৎসক। চিকিৎসার সুভাধে আজ থেকে ৩/৪ বছর আগে থেকে তাদের