ডেঙ্গুর প্রাদুর্ভাব নগর উন্নয়ন ও আর্থসামাজিক অবস্থার সঙ্গে সরাসরি যুক্ত—নতুন এক আন্তর্জাতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ড (ইউএফই) পরিচালিত এ গবেষণায় বলা হয়, কলম্বিয়ার মেদেলিন শহরের নিম্ন ও মধ্যম আয়ের এলাকাগুলোতেই ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি।
গবেষণায় ২০১০-২০২০ সাল পর্যন্ত মেদেলিন শহরের ৪০ হাজারের বেশি ডেঙ্গু সংক্রমণের তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, শহরের মাত্র ২৬ শতাংশ এলাকাজুড়েই ঘটেছে ৫০ শতাংশ ডেঙ্গু সংক্রমণ। এসব এলাকাগুলো ছিল প্রধানত ঘনবসতিপূর্ণ এবং সবুজ জায়গার পরিমাণ ছিল কম। অন্যদিকে, উচ্চ আয়ের ও তুলনামূলকভাবে সবুজ এলাকা থাকা অঞ্চলে সংক্রমণের হার ছিল অনেক কম।
গবেষণার প্রধান লেখক জুলিয়ানা পেরেজ-পেরেজ জানান, কিছু কিছু এলাকা প্রায় প্রতি বছরই আক্রান্ত হয়েছে, কোনো কোনো জায়গায় টানা সাত বছর ধরে ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে।
মেদেলিনের ২৪৯টি পাড়া বিশ্লেষণ করে গবেষকরা দেখেন, কোথাও একবার সংক্রমণ ঘটেছে, আর কোথাও তা বারবার ঘটছে। কোন বছর মহামারির, কোনটি সাধারণ বা মারাত্মক, সেই অনুযায়ী ভিন্ন ভিন্ন চিত্র পাওয়া যায়, তবে কিছু এলাকাকে বারবারই উচ্চ-ঝুঁকি হিসেবে চিহ্নিত করা গেছে।
গবেষকরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শহরজুড়ে একরকম পদক্ষেপ না নিয়ে এলাকা অনুযায়ী ভিন্ন কৌশল নিলে তা অনেক বেশি কার্যকর হতে পারে।
নগর পরিকল্পনা, জনস্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞান একত্র করে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন গবেষকেরা।
গবেষণার প্রধান আরও বলেন, ডেঙ্গুকে শুধু গ্লোবাল সাউথের সমস্যা ভাবলে ভুল হবে। নগরায়ন, আর্থসামাজিক বৈষম্য এবং উষ্ণ আবহাওয়া আজ বিশ্বের বিভিন্ন অঞ্চলকেই ঝুঁকিপূর্ণ করে তুলছে। মেদেলিনের অভিজ্ঞতা থেকে শিখে ইউরোপের অনেক শহরও আগেভাগেই প্রস্তুতি নিতে পারে।
গবেষণাটি দ্য আমেরিকান জার্নাল অব ট্রপিকাল মেডিসিন ও হাইজিনে প্রকাশিত হয়েছে।
জার্নাল রেফারেন্স : Pérez-Pérez, J., et al. (2025). Effect of Socioeconomic Strata and Land Cover on Dengue Hotspots in Medellin, Colombia. The American Journal of Tropical Medicine and Hygiene. doi.org/10.4269/ajtmh.24-0665.