শালিখায় ৪ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিতঃ জুলাই ১৯, ২০২৫ | ১০:২৮ অপরাহ্ণ
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা

মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া কাঁচা বাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ধীন ভবন নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার মাধ্যমে ব্যবসায়ীদের ভোগান্তি দূরীকরণ, আড়পাড়া বাজারে অবৈধভাবে দখলকৃত দোকান (ট-দোকান) উচ্ছেদকরন পূর্বক সঠিক পরিকল্পনার মাধ্যমে বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং অবৈধভাবে দখলকৃত সরকারি জায়গা পুনরুদ্ধারের মাধ্যমে হাট-বাজারে জায়গা বুঝিয়ে দেওয়াসহ চার দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে আড়পাড়া বাজার বণিক সমিতি ও হাট-বাজার ইজারাদারদের যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে আড়পাড়া বাজার বণিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, সহ-সভাপতি আলমোর্তজা মোল্যা, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, আড়পাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও হাট-বাজার ইজারাদার শহিদুজ্জামান শহিদ, মাজেদ মোল্যা বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও আড়পাড়া বাজার বনিক সমিতির সদস্যবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, আড়পাড়া বাজারে স্থানীয় সরকার প্রকল্পের আওতাধীন যে কার্যক্রম শুরু হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে, অতিসত্বর অবৈধভাবে দখলকৃত জায়গা উদ্ধার করতে হবে পাশাপাশি হাট-বাজারে জায়গা যতটুকু তা ইজারাদারদেরকে বুঝিয়ে দেওয়ার দাবি করা হয়। অতিসত্বর এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি জমা দেওয়া হবে বলেও জানান তারা।