জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর অংশ হিসেবে মাগুরা জেলার ১০ জন জুলাই শহিদের স্মরণে ১০টি গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
১৯ জুলাই (শনিবার) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং পরিবেশ রক্ষায় একটি ইতিবাচক বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক, মোঃ অহিদুল ইসলাম; পুলিশ সুপার, মাগুরা; অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ; শহিদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ; বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, \"জুলাই শহিদদের আত্মত্যাগ শুধু ইতিহাসের অংশ নয়, তা আমাদের কাছে প্রেরণার উৎস। তাঁদের স্মরণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের উন্নয়ন ভূমিকা রাখবে।\"