চলতি বছর তিনটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী। এতে আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা জোরদারে দুদেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব অব্যাহত রাখবে।
তিনটি মহড়ার মধ্যে—‘টাইগার লাইটনিং’ এবং ‘টাইগার শার্ক’ মহড়া এ মাসেই অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরে হবে প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া।
রোববার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি যৌথ মহড়া এবং একটি নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে দু দেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রাখবে। যা অভিন্ন নিরাপত্তা লক্ষ্যকে আরও দৃঢ় করবে।
প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে চতুর্থবারের মতো এ মহড়ায় অনুসন্ধান, উদ্ধার এবং অ্যারোমেডিকেল কার্যক্রমের ওপর গুরুত্ব দেয়, যা মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াবে।
দূতাবাস আরও জানায়, বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত একটি রেজিমেন্ট নতুন আরকিউ-টু ওয়ান ব্ল্যাকজ্যাক সিস্টেম পরিচালনা করবে।
এ উদ্যোগ বাংলাদেশকে সমুদ্রসীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষা মিশন পরিচালনায় সক্ষম করে তুলবে।