মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি-২০২৫ (জিপিএ-৫) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় এজে ট্রাভেলস এজেন্সি এর পৃষ্ঠপোষকতায় ও আইডিয়াল কল্যাণ সংস্থার সহযোগিতায় আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আইডিয়াল কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রথমে ফুলের শুভেচ্ছা,পরে প্রত্যেককে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও বই প্রদান করা হয়।
সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোছাঃ নাসিমা খাতুন, সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলী আহসান, এজে ট্রাভেলস এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক তাজমিনুর রহমান, আইডিয়াল কল্যাণ সংস্থার সেক্রেটারি ফিরোজ করির।
এ সময়ে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের ৩৩ জন, আড়পাড়া বালিকা বিদ্যালয় থেকে ১জন, শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন, কাতলী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১জন, বাউলিয়া নিরোধ কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ জনসহ মোট ৩৯ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনায় অংশ নেন কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।