রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিতঃ আগস্ট ৩, ২০২৫ | ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার (২ আগস্ট) রাতে এসব অভিযান চালানো হয়। আজ রোববার (৩ আগস্ট) এক খুদে বার্তায় জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। বার্তায় জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক স্থানে মামলা রয়েছে। এদের কারও কারও নামে একাধিক মামলাও রয়েছে বলে উল্লেখ করা হয়। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম, পরিচয় বা মামলার বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।