মাগুরায় উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভেন্ডিং মেশিন বিতরণ

প্রকাশিতঃ আগস্ট ৮, ২০২৫ | ৫:০২ অপরাহ্ণ
মোঃ সাহিদুল ইসলাম নয়ন, জেলা প্রতিনিধি মাগুরা

মাগুরা সদর উপজেলার ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় মাগুরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে কম্পিউটার ও ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে। ৭ আগস্ট ২০২৫ ইং বৃহস্পতিবার সকাল ১১:০০টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ অহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হাসিবুল হাসান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতেই এ উদ্যোগ। এ ধরণের সহায়তা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।