সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নওগাঁর নিয়ামতপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

প্রকাশিতঃ আগস্ট ৯, ২০২৫ | ৪:৫২ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁর নিয়ামতপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবিও জানানো হয়। নিয়ামতপুর প্রেস ক্লাব ও নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহ জাহান শাজু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জনি আহমেদ, আলমগীর মন্ডল, জামাল হোসেন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন শেখ, দপ্তর সম্পাদক রঞ্জিত মিন্স, সদস্য জাকির হোসেন, রাকিবুল ইসলাম, আব্দুল করিম, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক শাকিল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ নিয়ামতপুরে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সারা দেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।