প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ায় পদ হারালেন ডিএনসিসির কাউন্সিলর!

প্রকাশিতঃ মার্চ ৭, ২০২৩ | ৮:২৪ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ায় ডিএনসিসির ২নং ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেনকে বিএনপির দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। সাজ্জাদ হোসেন পল্লবী থানা বিএনপির সাবেক সভাপতি ও নতুন কমিটির আহবায়ক ছিলেন। বিএনপি সমির্থত এই কাউন্সিলর ২০১৫ ও ২০২০ সালে পরপর দুইবার বিএনপির সমর্থন নিয়ে পল্লবী থানার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় কাউন্সিলর সাজ্জাদকে পল্লবী থানা বিএনপির দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। রোববার ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. জিয়াউর রহমানের স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জাাননো হয়। ওই চিঠিতে আরও বলা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমান উল্লাহ্ আমান ও সদস্য সচিব আমিনুল হক এ সিদ্ধান্ত অনুমোদন করেন। পল্লবী থানা বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে ১৯ ফেব্রæয়ারি রোববার কালশী ফ্লাইওবারের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার নিয়ে অনুষ্ঠানে হাজির হন কাউন্সিলর সাজ্জাদ। ওই ঘটনার জেরে ঢাকা মহানগর উত্তর বিএনপি থেকে কারন দর্শানো নোটিশ দেয়া কাউন্সিলর সাজ্জাদকে । সর্বশেষ তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয় ঢাকা মহানগর উত্তর বিএনপি । ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, আমারা একটি ব্যানারের ছবি হাতে পেয়েছি। ওই ছবিতে সবকিছু স্পষ্ট। তাকে এ ব্যাপারে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে ডিএনসিসির ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন বলেন, আমি এ ব্যাপারে আমি অবগত নই। আমার নাতনি অসুস্থ। গত কয়েক দিন হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। আমি মহা ঝামেলায় আছি। বহিষ্কারের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমাকে যদি তাদের পছন্দ না হয় বহিষ্কার করবে। এ ব্যাপারে মতামত নেই।