ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সকাল সাড়ে নয়টার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জসীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সরাইলে রালিশেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।
যুব দিবসে বক্তব্য রাখেন বিএনপি সরাইল উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ পারভেজ আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মনসুর আহমদ, উপজেলা সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাহবুব আলম, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, যুব সংগঠনের মোঃ আলমগীর মিয়া।
দিবসটি উপলক্ষে ১০ জন যুবককে ১৫ লক্ষ টাকা ঋণ বিতরণ এবং ৩০ জন প্রশিক্ষণার্থীর পোশাক তৈরির উপর প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।