তিন মাসে সর্বোচ্চ সাপ্তাহিক দরবৃদ্ধির পথে স্বর্ণের বাজার

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৫, ২০২৫ | ৯:১৫ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

মার্কিন অর্থনীতির সূচকগুলো প্রত্যাশার চেয়ে দুর্বল এবং ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩ হাজার ৫৪৮ ডলার ৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ০.১% বেশি। চলতি সপ্তাহে এ পর্যন্ত স্বর্ণের দরবৃদ্ধি দাঁড়িয়েছে ২.৯%—বিগত তিন মাসে যা সর্বোচ্চ। সংশ্লিষ্টরা বলছেন, ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে সাপ্তাহিক দরবৃদ্ধির হার আরও বাড়তে পারে। গত সপ্তাহে ফেড কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রের দুর্বল কর্মসংস্থান পরিস্থিতি সুদহার কমানোর সিদ্ধান্তে বড় প্রভাব ফেলছে। আসছে ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া ফেডের ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) বৈঠকে চলতি বছরের প্রথমবারের মতো সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমানোর সম্ভাবনাই বেশি। এর আগে বুধবার স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে—প্রতি আউন্স ৩ হাজার ৫৭৮ ডলার ৫০ সেন্টে উঠেছিল। বাজার বিশ্লেষকদের মতে, সুদহার কমলে স্বর্ণ বিনিয়োগ আরও আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এটি সুদমুক্ত এবং অন্যান্য বিনিয়োগের তুলনায় তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রূপার দর ০.৩% বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪০ ডলার ৮১ সেন্টে। প্লাটিনামের দাম ১% বেড়ে হয়েছে ১ হাজার ৩৮১ ডলার ৩৩ সেন্ট এবং প্যালাডিয়ামের দর ০.২% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ১ হাজার ১২৫ ডলার ৭৪ সেন্টে।