রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা, ভাঙচুর

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৫, ২০২৫ | ৯:১৮ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় হামলার এ ঘটনা ঘটে। রমনা থাকার কর্তব্যরত কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মো. সাজ্জাদ হামলার তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যার পরপর কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে কিছু লোকজন জড়ো হয়। পরে তাদের মধ্য থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং ভাঙচুর চালায়।’ এর আগে, গত ৩১ আগস্ট মিছিল থেকে একদল বিক্ষোভকারী রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগ করে। তারও আগে গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতা-কর্মীরা। এ ঘটনার পর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতা-কর্মীদের লাঠিপেটা করে। তখন দলের সভাপতি নুরুল হক গুরুতর আহত হন।