শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৮, ২০২৫ | ১০:২৮ অপরাহ্ণ
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা

মাগুরার শালিখায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উদ্ধার করা ১৫ পিচ কারেন্ট জাল (প্রায় ১২০০ মিটার), ৪৮ টি অবৈধ চায়না দুয়ারী (প্রায় ২৮৮০ মিটার) আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের পাটভাড়া বিল এলাকায় চালানো হয়। পরে উদ্ধার করা কারেন্ট জাল ও চায়না দুয়ারী আজ বিকালে আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তার, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস ও অফিস সহায়ক সঞ্জয় কুমার দাস। ইউএনও মো. বনি আমিন বলেন, “দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও ডিমওয়ালা মাছ রক্ষা করতেই এই অভিযান। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।” তিনি অবৈধ সরঞ্জাম দিয়ে নদী বা জলাশয় থেকে মাছ ধরার বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান।