মাগুরার শালিখায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উদ্ধার করা ১৫ পিচ কারেন্ট জাল (প্রায় ১২০০ মিটার), ৪৮ টি অবৈধ চায়না দুয়ারী (প্রায় ২৮৮০ মিটার) আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের পাটভাড়া বিল এলাকায় চালানো হয়। পরে উদ্ধার করা কারেন্ট জাল ও চায়না দুয়ারী আজ বিকালে আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তার, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস ও অফিস সহায়ক সঞ্জয় কুমার দাস।
ইউএনও মো. বনি আমিন বলেন, “দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও ডিমওয়ালা মাছ রক্ষা করতেই এই অভিযান। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।” তিনি অবৈধ সরঞ্জাম দিয়ে নদী বা জলাশয় থেকে মাছ ধরার বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান।