কাতারের দোহায় হামলার জন্য ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া।
সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউস থেকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানিকে টেলিফোন করে তিনি ক্ষমা চান।
ওই ফোনকলটি করা হয় যখন নেতানিয়াহু ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছিলেন।
আরেকটি সূত্র জানিয়েছে, কাতারের একটি টেকনিক্যাল দলও বর্তমানে হোয়াইট হাউসে আলোচনায় অংশ নিচ্ছে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে স্বাগত জানিয়ে বলেন, তিনি গাজায় শান্তি প্রতিষ্ঠা নিয়ে খুব আত্মবিশ্বাসী।
জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে আরব ও মুসলিম দেশগুলোর সামনে ২১-দফা শান্তি পরিকল্পনা তুলে ধরে।