তুর্কি ক্লাবের কাছে লিভারপুলের হার, বড় জয় বায়ার্ন-আতলেতিকোর

প্রকাশিতঃ অক্টোবর ১, ২০২৫ | ৭:২২ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে চমক দেখিয়েছে তুরস্কের ক্লাব গালাতাসারে। ইংলিশ জায়ান্ট লিভারপুলকে হারিয়ে দিয়েছে দলটি। অন্যদিকে বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও আতলেতিকো মাদ্রিদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে র‌্যাম্স পার্কে অনুষ্ঠিত ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে হারায় গালাতাসারে। ম্যাচের একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে। বক্সের ভেতরে বারিস আলপার ইলমাজকে ফাউল করায় পেনাল্টির সুযোগ পায় স্বাগতিক দলটি। স্পট কিক থেকে ভিক্টর ওসিমেন বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। এরপর ম্যাচে ১৬টি শট নিয়েও সমতায় ফিরতে ব্যর্থ হয় অলরেডরা। ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল লিভারপুলের। ১৪তম মিনিটে প্রথম বড় সুযোগ হাতছাড়া করে হুগো একিতেকে ও কোডি গাকপো। এরপর একাধিকবার আক্রমণ গড়লেও গালাতাসারের রক্ষণভাগ ও গোলরক্ষক উরজান চাকির ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। দ্বিতীয়ার্ধে অ্যালিসন ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লে লিভারপুলের চাপ আরও বেড়ে যায়। ৬২তম মিনিটে মোহাম্মদ সালাহ বদলি হিসেবে নামলেও কোনো পার্থক্য গড়তে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয় পেলেও এবার হার নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। অন্যদিকে, দারুণ ফর্মে রয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। সাইপ্রাসের ক্লাব পাফোসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। ম্যাচে হ্যারি কেইন করেন জোড়া গোল, বাকি তিনটি গোল করেন রাফায়েল গেরেইরো, নিকোলাস জ্যাকসন ও মাইকেল ওলিসে। ম্যাচে ৬৭ শতাংশ বল দখলে রেখে ২৬টি শট নেয় বায়ার্ন, যার ১৫টি ছিল অন টার্গেট। প্রথমার্ধেই চার গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বায়ার্ন। একমাত্র গোল হজম করে প্রথমার্ধের শেষ মিনিটে। দ্বিতীয়ার্ধে কেবল একটি গোল করতে পারলেও জয় পেতে কোনো সমস্যায় পড়তে হয়নি তাদের। আগের ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছিল জার্মান জায়ান্টরা। এদিকে, আতলেতিকো মাদ্রিদও তুলে নিয়েছে বড় জয়। জার্মান ক্লাব এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ ব্যবধানে হারিয়েছে তারা। লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলের বড় জয়ের পর এই জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে। দলের পক্ষে একটি করে গোল করেন জিয়াকোমো রাসপাদোরি, রবিন লে নরম্যান্ড, আঁতোয়ান গ্রিজম্যান, জিয়ালিয়ানো সিমিওনে ও হুলিয়ান আলভারেজ। ফ্রাঙ্কফুর্টের পক্ষে সান্ত্বনার একমাত্র গোলটি করেন জনাথন বুর্কার্দ।