সারাদেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতেও শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার উপজেলাতে দিনভর ২৭ টি দুর্গা পুঁজা মন্ডপ পরিদর্শনের মাধ্যমে পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান করেন ঝিনাইদহ-হরিণাকুণ্ডু-২ আসন থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপি\'র সভাপতি এবং সাবেক হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান অ্যাড. এম এ মজিদ।
তিনি হরিণাকুণ্ডুতে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মন্ডপে মন্ডপে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় ও প্রতিটি পূজা মন্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসময় তার সফর সঙ্গী হিসাবে দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার প্রতিটি পূজা মন্ডপে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কালে আইন -শৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের বিষয়ে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন এই শীর্ষ নেতা।
সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি পূজারীদের উদ্দেশ্যে বলেন, \" বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই-আমরা সবাই বাংলাদেশী। ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ঝিনাইদহ ২ আসনের সার্বিক উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা শেষে উপজেলার ২৭টি মন্ডপ কমিটির হাতে দশ হাজার করে নগদ অর্থ প্রদান করেন।
এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বিভিন্ন পুঁজা মন্ডপ পরিদর্শনকালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।