শালিখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে, কাজী আল আমিনের শুভেচ্ছা উপহার প্রদান

প্রকাশিতঃ অক্টোবর ২, ২০২৫ | ৬:২০ অপরাহ্ণ
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে, মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল, মালয়েশিয়া-শাখা ও শহীদ জিয়া স্মৃতি সংসদ, মাগুরা জেলা শাখার পৃষ্ঠপোষক কাজী আল আমিনের পক্ষ থেকে নগদ অর্থ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দর হাতে কাজী আল আমিনের পক্ষ থেকে নগদ অর্থ ও শুভেচ্ছা উপহার প্রদান করেন মোঃ নজরুল ইসলাম কাজী। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা মোঃ মেহেদী হাসান, শিক্ষক মোঃ সনেট হোসেন, যুবদল নেতা মোঃ সাইদুল ইসলাম, মোঃ নায়েব আলী, মোঃ কামাল হোসেন, সুজন বিশ্বাস, মিলন হোসেন প্রমূখ। নজরুল ইসলাম কাজী বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা আমাদের এলাকার সবকটি পূজা মন্ডপ পরিদর্শন করেছি। হিন্দু সম্প্রদায়ের লোকেরা যাতে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে পারে আমরা সেদিকে লক্ষ্য রাখছি এবং কাজী আল আমিনের পক্ষ হতে উপহার পৌঁছে দিচ্ছি।