চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫ উপলক্ষে সচেতনতামূলক সভা ও নৌ র‌্যালি

প্রকাশিতঃ অক্টোবর ৪, ২০২৫ | ১০:০৬ অপরাহ্ণ
আলমগীর বাবু, চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২০২৫–২৬ অর্থবছরের “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় আজ শনিবার ৪ অক্টোবর \"২৫\" খ্রি. সকাল ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, চাঁদপুরের আয়োজনে বড় স্টেশন (মোলহেড), চাঁদপুরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান–\"২৫’ বাস্তবায়ন উপলক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীবাস চন্দ্র চন্দ, জেলা মৎস্য কর্মকর্তা, চাঁদপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোহসীন উদ্দিন, জেলা প্রশাসক, চাঁদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর; সৈয়দ মোশফিকুর রহমান, পুলিশ সুপার, নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল; ড. মোঃ আমিরুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা; এস. এম. এ. এন. জামিউল হিকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চাঁদপুর সদর; এবং লেফটেন্যান্ট শওকত আহমেদ, স্টেশন কমান্ডার, কোস্টগার্ড, চাঁদপুর। সভায় বক্তারা বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এবং জাতীয় অর্থনীতি, সংস্কৃতি ও খাদ্যনিরাপত্তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মা ইলিশ সংরক্ষণে সরকারের নির্দেশিত ২২ (বাইশ) দিনব্যাপী নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে টেকসই ইলিশ সম্পদ নিশ্চিত করা সম্ভব হবে। পুলিশ সুপার, নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল সৈয়দ মোশফিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন— ইলিশ আমাদের জাতীয় সম্পদ। সরকার ঘোষিত ২২ দিনের সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ইলিশ সম্পদ নিশ্চিত করতে চাই। এই সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নৌ পুলিশসহ প্রশাসনের বিভিন্ন সংস্থা যৌথভাবে মাঠে কাজ করছে, যেন কেউ এ আইন অমান্য করতে না পারে। পরে বিকাল ৩ ঘটিকায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বড় স্টেশন (মোলহেড) থেকে পদ্মা–মেঘনা মিলনস্থল পর্যন্ত এক বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়। এ সময় প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড, মৎস্য কর্মকর্তা, জেলে প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সরকার ঘোষিত ২২ (বাইশ) দিনের মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলবে আগামী ২৫ অক্টোবর\"২৫\" খ্রি. পর্যন্ত।