শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি, এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আজ(৫ই অক্টোবর)উপজেলা চত্বরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় আলোচনা সভায়,সরাইল শাহী জামে মসজিদের ইমাম আমান উল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে
সরাইল সরকারি কলেজে অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল এর সভাপতিত্বে ও শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সঞ্চালনায় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোশাররফ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নউশেন মাহমুদ,আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন মৃধা,ইতি বেগম, কালিকচ্ছ পাঠশালার প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক, সরাইল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব ভট্টাচার্য।
এছাড়াও বক্তব্য রাখেন সরাইল সদর উচ্চ বিদ্যায়ের পরিচালনা পরিষদের সভাপতি মশিউর মাস্টার, সরাইল অন্নদার সহকারী শিক্ষক মোঃ হারিছ মিয়া,সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী আবদুল মাজিদ,সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফ উদ্দিন,সরাইল সাংবাদিক ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল করিম মাস্টার, রিপোর্টাস ইউনিটের সভাপতি তাসলিম উদ্দিন, সরাইল মহিলা কলেজের প্রভাষক রোবেল মিয়া, দুলাল সূত্রধর।
এছাড়াও সরাইল উপজেলা প্রাথমিক থেকে কলেজ পর্যায়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।