রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে।
এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪২ জন।
আজ রোববার (৫ অক্টোবর) বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর তথ্যটি জানিয়েছে। এতে বলা হয়, চলতি বছরে ডেঙ্গুতে মোট ২১২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, অক্টোবরের প্রথম পাঁচদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ২৫৬৫ জন; আর মৃত্যু হলো ১৪ জনের।
এ বছর ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন সেপ্টেম্বরে; মৃত্যুও ছিল সর্বোচ্চ। গত মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এছাড়া নির্ধারিত এই সময়ের মধ্যে মৃত্যু হয় ৭৬ জনের।