ফোনের ছবি নিরাপদ রাখবেন যেভাবে

প্রকাশিতঃ অক্টোবর ১৮, ২০২৫ | ৯:০০ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন মানেই— পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয়। অথচ আপনি জানেনই না এমন কিছু সহজ কৌশল রয়েছে, যা ব্যবহার করে আপনি আপনার ব্যক্তিগত ছবি ও ভিডিও সম্পূর্ণ গোপন ও সুরক্ষিত রাখতে পারেন। এ যুগে স্মার্টফোন কেবল যোগাযোগের মাধ্যম নয়। এ স্মার্টফোন কম্পিউটারের মতোই ব্যবহার করা যায়। সেই সঙ্গে ক্যামেরা ও মিডিয়া ডিভাইসের কাজ করে থাকে। উন্নতমানের ক্যামেরার কারণে এখন বেশিরভাগ মানুষ স্মার্টফোন দিয়েই ছবি ও ভিডিও তুলে থাকে। কিন্তু এ ছবিগুলোর মধ্যে এমন কিছু ছবি আছে, যা অন্য কেউ দেখা নিরাপদ নয়। সেটি একান্তই আপনার ব্যক্তিগত। তাই এগুলো নিরাপদে রাখার উপায় জানা ভীষণ জরুরি। আর আপনার হাতের মুঠোয় থাকা অ্যান্ড্রয়েড ফোনেই রয়েছে এমন কিছু সহজ কৌশল, যা ব্যবহার করে আপনি আপনার ব্যক্তিগত ছবি ও ভিডিও সম্পূর্ণ নিরাপদ রাখতে পারেন। এসব নিরাপদ রাখতে প্রযুক্তিবিদরা কিছু কৌশল বাদলে দিয়েছেন। প্রযুক্তি যেমন উন্নত হচ্ছে, তেমনই বেড়েছে ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রয়োজনও। নিজের ফোনের সহজ কিছু সেটিংস জেনে রাখলে আপনার প্রাইভেসি সম্পূর্ণ নিরাপদ রাখা সম্ভব। চলনু জেনে নেওয়া যাক, কীভাবে আপনার একান্ত ছবি ও ভিডিও নিরাপদে রাখবেন— ছবির গ্যালারি থেকে লুকিয়ে রাখুন ছবি ছবি সরাসরি গ্যালারি অ্যাপ থেকেই লুকিয়ে রাখা সম্ভব। সে জন্য গ্যালারিতে যান। এবার ছবিটি প্রেস করুন, দেখবেন হাইড অপসন আসবে, সেটা সিলেক্ট করুন। অনেক ফোনে পুরো অ্যালবামও লুকিয়ে রাখা যায়। সে জন্য সেটিংস থেকে গ্যালারিতে যান। এরপর Hide or unhide albums অপশন থেকে এটি করতে পারেন। গ্যালারি অ্যাপে পাসওয়ার্ড আপনি গ্যালারি অ্যাপ লক করে রাখতে পারেন। আপনার স্মার্টফোনের গ্যালারিতে পাসওয়ার্ড সেট করার সুযোগ রয়েছে। সে জন্য আপনার ফোন সেটিংসে গিয়ে প্রাইভেসিতে যেতে হবে। এরপর অ্যাপস লকে নির্দেশনা অনুযায়ী পাসওয়ার্ড কিংবা পিন সেট করে নিন। আপনি চাইলে ফোনের নিজস্ব সিকিউর ফোল্ডার কিংবা প্রাইভেস সেভ ফিচার ব্যবহার করতে পারেন। সাধারণত এটি প্রায় সব ফোনেই থাকে। পিন, পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সুরক্ষিত করে রাখুন। আপনার ছবি থাকবে পুরোপুরি গোপনীয়ভাবে। গুগল ফটোসের লক ফোল্ডার আপনি যদি গুগল পিক্সেল ফোন ব্যবহারকারী হন, তাহলে আপনার জন্য বাড়তি সুযোগ আছে। গুগল ফটোস অ্যাপে লক ফোল্ডার ফিচার, যেখানে আপনি পছন্দের ছবি ও ভিডিও সরিয়ে রাখতে পারেন। এগুলো ফোনের মূল গ্যালারিতে দৃশ্যমান থাকবে না। বরং আলাদা নিরাপদ ফোল্ডারে সংরক্ষিত থাকবে।